আল কোরআনের স্বান্তনা মূলক বানী ✿ আমি আল্লাহকে বলি আমি নিজের উপর জুলুম করেছি – আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।সূরা আল-যুমার -৫৩ ✿ আমি আল্লাহকে আমার অন্তরের অশান্তির কথা বলি – আল্লাহ বলেন আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।” সূরা রা’দ -২৮ ✿ আমি আল্লাহকে আমার একাকীত্বের কথা বলি আল্লাহ বলেন – “…আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। সূরা ক্বাফ ১৬ ✿ আমি আল্লাহর কাছে স্বীকরোক্তি জানাই-আমার গুনাহ অসীম – আল্লাহ তাঁর বান্দাকে আশ্বস্ত করেন-“আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?” সূরা আল-ইমরান -১৩৫ ✿ আমি আল্লাহর কাছে কাতর প্রার্থনা করি – আল্লাহ বলেন -তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো ..।”সূরা আল বাক্বারাহ -১৫২ ✿ আমি আল্লাহর কাছে জীবনের সমস্যা জানিয়ে দুঃখ করি – আল্লাহ বলেন -যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।” সূরা আত্ব-ত্বালাক -০২ ✿ আমি হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজি –আল্লাহ বলেন -“নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” সূরা আল ইনশিরাহ -০৬ ✿ আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করলাম – আল্লাহ বলেন -“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।সূরা আত্ব-ত্বালাক ৩ আল্লাহ আমাদেরকে হেদায়েত নসীব করুন। আমিন

Теги других блогов: মুসলিম ইসলাম আল কোরআন