রিয়া বা লোক দেখানোর মনোভাব কাকে বলে ও তা থেকে পরিত্রানের সহজ উপায় কি? ইবাদত ও আল্লাহর আনুগত্যের কাজে এই উদ্দেশ্য রাখা যে, তা মানুষ দেখবে, এতে মানুষের চোখে আমার সম্মান বৃদ্ধি পাবে- একে বলে রিয়া বা লোক দেখানো। এটা মহাপাপ। রিয়া নানা ভাবে হয়ে থাকে- কখনও মুখে বলে, কখনও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে, কখনও হাটা, চলা, ভাব-ভঙ্গি, আওয়াজ ইত্যাদির মাধ্যমে, কখনও পোশাক-পরিচ্ছেদের মাধ্যমে, কখনও ইবাদত সুন্দর ও দীর্ঘভাবে আদায়ের মাধ্যমে ইত্যাদি। মোটকথা- ইবাদত ও আনুগত্যের কাজে যে কোন ভাবে মাখলুকের প্রতি নজর রাখা হল রিয়া। এই রিয়া অত্যন্ত সাংঘাতিক রোগ, এতে আল্লাহর সন্তুষ্টির স্থলে মানুষের সন্তুষ্টিকে স্থান দেয়া হয়। তাই রিয়াকে এক ধরণের শিরক (শিরকে আছগর বা ছোট শিরক) বলা হয়। রিয়া থেকে মুক্তির উপায়ঃ ১. হুববে জাহ বা সম্মান- প্রীতি অন্তর থেকে বের করতে হবে। ২. রিয়ার চেতনা এসে গেলেও তার প্রতি ভ্রুক্ষেপ করবে না বরং সহীহ নিয়ত অন্তরে উপস্থিত করে কাজ করে যেতে থাকবে, এভাবে আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হবে এবং অভ্যাস থেকে ইবাদত ও এখলাসে পরিণত হবে। ৩. যে ইবাদত প্রকাশ্যে করার বিধান, তাতো প্রকাশ্যেই করতে হবে। এ ছাড়া অন্যান্য ইবাদত প্রকাশ করারও নিয়ত রাখবে না, গোপনে করারও উদ্যোগ নিবে না। ৪/মৃত্যুকে বার বার স্মরণ করা ও বেশি বেশি আল্লাহ্‌র জিকির করা।

Теги других блогов: রিয়া ইবাদত আনুগত্য