আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ফেরেশতাদেরকে বললেন, আমি তো যমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতাগণ বলেছিলেন, মানুষ তৈরি করার কী দরকার?! আমরাইতো আপনার প্রশংসা করি ও পবিত্র বর্ণনা করি। জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জান না।
বুখারী শরীফের শেষ হাদীস-
كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان : سبحان الله وبحمده سبحان الله العظيم.
দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু পড়তে খুব সহজ, আর মীযানের পাল্লায় খুব ভারি : সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আযীম। তো তাসবীহ আল্লাহর বড় প্রিয়।
অন্য হাদীসে আছে-
من قال سبحان الله وبحمده في يوم مأة مرة حُطَّتْ عنه خطاياه وإن كانت مثل زبد البحر.
অর্থাৎ যে ব্যক্তি দৈনিক একশ বার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পড়বে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।-সহীহ বুখারী, হাদীস : ৬৪০৫; মুসলিম, হাদীস : ২৬৯১
তো সুবহানাল্লাহ কত দামি!
মানুষ এমন এক সৃষ্টি যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
ولقد ولقد كرمنا بنى آدم
অর্থাৎ আমি বনী আদমকে সম্মান ও মর্যাদা দান করেছি।